দেহ আর মনের প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
দেহের প্রেম করে ।
বার বার দেহ পূজা করে ।
মনের প্রেম তো দেখানোর জন্য
শোনাতে হবে
একটা সুন্দর প্যাকেট চাই।
নষ্ট প্রেমকে সবার সামনে ।
ভদ্র প্রেমের মুখোশ লাগাতে।
মনের প্রেম কি ?
কেউ কি মন কে দেখেছ?
না কোন নারীর মনের দাবি মেনেছ
শোনতে চেয়েছো কি কখনো"?
নারী কি চায়?
প্রেমিকা কি চায় ?
স্ত্রী কি করে আবদার,
রাস্তার মোরে দাড়িয়ে
প্রেমিকা পছন্দ কর।
কলেজে সুন্দর দেহ দেখে
লালায়িত করে চোখ
পছন্দ করো তোমরা প্রেমিকা
দুচোখ শুধু দেখে
শরীরের মধু মুখে
বার বার করে নীরিক্ষন"
কোনটা বড়?
কি ছোট
তবে মনের প্রেম কোনটা?
প্রেমিকাকে বিয়ে করো
বা পরিবারের পছন্দ করা বৌ
দেহ কত সুন্দর সেটাই মূখ্য
কোনদিন ধর্ম মেনে
পাত্রি না দেখে
আখলাক চরিত্র কেমন সেটা জেনে
বিয়ে করেছ কি?
করেছ কি বিয়ে ?
মন কেমন? সে কি চায়
সেটা দেখে বা বুঝে
মেয়েটির চাওয়া কি
পেতে চায় কি
সেটা জেনে
তবে মনের মিলন কিভাবে সম্ভব?
প্রেম কর
দেখা কর দিন রাত ওলিতে গলিতে
রাস্তার চিপাতে 'খালি বাসাতে
প্রেমিকাকে কর ভোগ।
মানসিক ভাবে বোকা বানিয়ে।
ছলে; বলে; কলে কৌশলে
তার পর কর ব্রেকআপ
সম্পর্ক বিচ্ছেদ।
তবে মনের প্রেম কই?
দেহ টাই তো মূখ্য
কেউ কেউ প্রেমটাকে
মজা আর খেলা ভাবে
খেলার উপকরন হয় নিস্পাপ নারী
কারো বোন।
কারো সন্তান।
তবে মনের প্রেম কই?
তার অস্থিত্ব কোথায়"?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।