আমি বিশ্বজিৎ
- আবু নাছের জুয়েল
আমি বিশ্বজিৎ,আমি কোন দল করি না,
আমি বিশ্বজিৎ আমায় আর মের না৷
আমায় বাঁচতে দাও আমি মরিতে চাহিনা
আমি বিশ্বজিৎ আমি কোন দল করি না৷
আমার জীবন নিয়ে একেমন রাজনীতি,
আমিতো কোন দলের নই !
আমি কারও ফাঁসি চাইনা কিংবা মুক্তি,
আমি শুধু বাঁচতে চাই মরতে নই,
আমি বিশ্বজিৎ,আমি বাঁচতে চাই৷
একেমন নীতি শুধু চায় লাশ আর লাশ,
মরিবাস আগে জানিতে চাই,
আমাদের কি কেহ নাই,
আমরা সাধারন কত অসহায়৷
মানব অধিকার তুমি আজ কই,
রাজায় রাজায় যুদ্ধকরে
আমরা কেনে শহীদ হই?
এদেশের কি আমরা কেহু নই ?
আমি বিশ্বজিৎ,কোন দল করি না
তাই বলে আজ লাশ হই৷৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।