কবিকে চিনলেনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য
কষ্ট একটাই ,,,কবিরা মরলে
সবাই তারে চিনে।
যেমন
বিদ্যালয়ের বখাটে ছেলেটাকে,
কেউ মেরে দিলে।
কলেজের বখাটে নেতাকে ,মারলে,জেলে নিলে,
সে হয় মেধাবী ছাত্র,
সবার ভাই, বন্ধু, জাতির অহং কার।
হায় রে বাঙ্গালী,
হায়রে পৃথিবী,
সব কবি মরল,
তোরা লাশে ফুল দিলি,
জীবিত কবিকে করলি অপমান।
লোকটা বাউন্ডলে, ভবগোরে,
কি সব লেখে,
সে নাকি কবি, হা হা হা,
বলে কি শোন।।
বেটার কাজ কর্ম নাই??
থলে কাধে নিয়ে হাটে,
ভবগোরে বেয়াদবের হাড্ডি,
ধর্ম ,কর্ম মানে না।
কবি হয়েছে সে ,
কবি না ছাই হয়েছে,
হয়েছে পাগলের রাজা,
হয়েছে একটা ভন্ড, পাগল।
আরো কত কি বলেছ ,
বলেছ কবিকে বোকা,
এখন কবি লাশ,
তার দেহে কবিতা নাই,
তুমি তারে ফুল দিতে এলে?
এ ফুল নিয়ে কবিতা লিখেছিল কবি,
তোমাকে নিয়ে ভেবেছিল কবি,
একটা প্রেমের কবিতাও লিখেছিল ।
তুমি অপমান ছাড়া কিছু দাও নি।
আজ তুমি ফুল দিতে এলে??
লোকে জানুক তুমি তাকে ভালবাসো,
উদ্দেশ্য টা কি এই???
লোকে জানুক,
তুমিই কবির প্রথম প্রেম,
তোমাকে নিয়ে লেখা হয়েছে কবিতা।
এটাই কি তার কারন???
কবিকে ফুল দিতে এসেছ,
কবিতা ছাড়া ,নিথর দেহকে,
বড় কষ্ট লাগে বুকে,
কবিরা মরলে সবাই মরে শোকে,
আজ চারদিকে আলোচনা সভা,
করছো সংস্কৃতিক সন্ধ্যা ,রাত পালন
চিনেছ কবিকে তোমরা,
যখন কবির হল মরন।
কষ্ট একটাই,
কবির গোরে ফুলের অভাব নাই,
কবি মরে অন্ন আর চিকিত্স্যার অভাবে,
কেও কবিরে দেখতে যায় নি ঘড়ে,
চোখের জল ফেলতে আসে কবরে,
কবির বইয়ের ফাকে ,
কত মানুষ স্বপ্ন আকে,
কেও চিনল না শুধু কবিকে।
কবির লাশে,
হাজার ফুলের সৌরভ ভাসে,
কেও দেখেনি কবি কেমনে বাচে,
কবির প্রাণ কেমন আছে,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।