চিঠি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

চিঠি তো লেখি না এখন
সেই যুগ চলে গেছে।
এখন আগের মত অনেক কিছুই নাই
বিলুপ্ত হচ্ছে যুগে যুগে।

মানুষ আর আগের মত নাই।
নাই মানুষের মন আগের মতন।
দেহ মন অল্পতেই রুগ্ন হয়ে যায়।
রুগ্ন হয়ে পরে আমাদের চরিত্র।


দেহে রোগ হলে তো দেখতে পারো।
মনে রোগ হলে।
বিশ্বাসে রোগ হলে ।
রোগ যদি হয় বিবেকের কুটিরে।
বুঝবে কি করে।



চিঠির মত ।
বিলুপ্ত অনেক প্রাণীর মত
বিবেক টাও বিলুপ্ত হচ্ছে।



নষ্ট হচ্ছে দিনে দিনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।