কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

একটা কথা ছিল।
বলব কি তোমাকে?



বললে কি সেই মধু রস-
পাবে তুমি মনের বারান্দাতে?



তবে অলিখিত বাক্য সেখানেই থাক।
না বলা বাক্য করব না উচ্চারন।




তুমি তো শোনবে না জানি
শুধু শুধু কর হয়রানী


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।