ভাষা 'আমার ভাষা কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

একটা বিষয় খুব দেখি,,,
বুঝি কি না জানি না।
মানি কি না সেটাও জানা নাই,,
একটি যুগ ছিল,
কবিগন সং স্কৃত ,সাধু ভাষা,
করছেন কাব্যে ব্যাবহার ,
উর্ধু ,ফার্সিও কম যায়নী ,
এসেছে অনেক আরব্য রজনীতে,
কবিতার ভাষা শিখাতে।
এখন কবিগন যাচ্ছে পশ্চিমে।
ইং রেজদের ভাষা নিয়ে করছে
টানাটানি ,হানাহানি,
আং কেল মানে মামা ,চাচা, ফুফা জানি।
আন্টি মানে চাচি ,মামি খালা হয়রানি।
ভাষার কি কারিশমা দেখ,
এক শব্দেই সব শেখ।
ভাবে কবি মহাশয়,
এতো বড় চিন্তাময়,
অল্প কথাতে অনেক বুঝাতে হয়।।
কবি বলে ওহে মহাশয়,
করিও না এত অভিনয়,
বাঙ্গালী এখন হিন্দী বলিতে পারে,
চারদিকের ভাষা এখন হিন্দী ময়,
ইং রেজীতে কথা কয়, গান কয়,
কবিতার চরণ কয়,
ভদ্রতা বুঝাতে হয়,
ইং রেজী উচ্চারনের অভিনয়।
ইং রেজী বললে লোক ভদ্র হয়।
নহে তো মূ্র্খের পরিচয়,
কি করিলে বাছা???
কি করিলে হায় হায়??
এতো মস্ত বড় অন্যায় ,
তুমি এখনো ইংরেজী ভাষা শেখ নাই?
একি করলে খোকা!
তুমি তো বড্ড বোকা,!
আজো হয়নি ইংরেজী শেখা??
কবি বলে ,
ভাষা, আমার ভাষা কি!!???
কি আমার পরিচয়???


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।