ভাবনা মানে যন্ত্রনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

কেন এত ভাবনা
কেন ভাবনার ছলনা।
আমি কি তোমার মত ভাবি?
তুমি কি আমার মত?
ভাবনা নিয়ে কেন খেলা
কেন ভাবনারা করে ছলনা
মিথ্যে ভাবনা গুলো কেন?
সারাদিন করে যন্ত্রনা।
তুমি কি ভাব আমার মতো?
আমি কেন তোমার মত ভাবি না?
ভাবনা রা কেন করে ছলনা
বলনা তুমিই বলনা।
মিথ্যে ছলনার মাঝে
মন বসে না কেন কাজে?
ভাবনা গুলো কেন বসে থাকে একাকি
মনের কোনে সে মারে ওকি ঝুকি
ভাবনার যন্ত্রনা,
মিছে কু মন্ত্রনা
এ মনে আর ভাল লাগে না।
ও মোর ভাবনা, কেন দাও যন্ত্রনা
মিছে মিছে কেন তুমি জন্ম নাও
তোমার এই যন্ত্রনা "
ভাল তো লাগেনা "
কেন মিছে স্বপ্ন দেখাও?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।