প্রথম স্পর্শ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

প্রথম স্পর্শের পর ।
তোমাকে দেখেছি সেই প্রেমে
প্রথম পরশ ছিল যেন সব কবিতা -
পিছু ছুটেছিল মুগ্ধতা নিয়ে।
তোমার ঠোটের প্রথম ছোয়া ।
আজো লেগে আছে ঠোটে।
তোমার কথার সুর
আজো লেগে আছে কানে।
সব কিছুতেই কি গভীর মুগ্ধতা।
তোমার ছোয়া।
বার বার যদি যেত পাওয়া।

সব কিছু ভুলে যেতাম



তোমার ঠোটের প্রথম চুম্বন
বার বার মনে হয়ে যায় ।
এই শীতের কোয়াশা মাখা সন্ধ্যায়
এই রাত্রিগুলোতে।

যখন কম্বলের নীচে শুয়ে একা।
পাইনি কারো দেখা
বার বার নেশার ঘোর জাগছে মনে।


মনের জানালায় ওকি দেয় ।
তোমার প্রথম স্পর্শ।
প্রথম প্রণয় মাখা চুম্বন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।