অনুভূতির খেলা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য
তোমাকে ভালবাসার দরকার ছিল না
তবু ভালবেসেছি বহুবার ।
আমাকে ঘৃণা করার দরকার ছিল
তাই ঘৃণা করেছ মনের মত করে ।
ভালবাসা আর ঘৃণা
কেবলি একটা অনুভুতি মাত্র।
সে অনুভূতি গুলো তোমার কাছেই থাক
সেসবের পাহাড় গড়ার ইচ্ছা নেই
তুমি ভালবাসার মতো ছিলে ,
ঘৃণার একটা পাহাড় দিলে
তাই বলে সেটা নিয়েই বাচব????
সে ধারনা ভুল ছিল তোমার ।।।
বহুদিন তোমায় ভালবাসতে চেয়েছি
তুমি কিসব অনুভূতির পাহাড় দিলে
সেখানে চাপা পড়ল প্রেম গুলো
প্রেম গুলি সব অস্তিত্বহীন
সব কিছুই বিলীন হয়েছে চারদিকে
বাকি আছে কিছু মূল্যহীন আবেগ।।
কোন কিছুই আগের মত নেই ,
আমিও পাল্টে যাব ভেবেছি বহুবার ।
তোমার মত একটা কঠিন মন চাই
তোমাকে ভালবাসার দরকার ছিল না '
তবু বেসেছি ভাল বহুবার "
এ পৃথিবীর মায়াগুলোকে রুপদিয়েছি প্রেমে
প্রেম গুলোকে রুপ দিয়েছি আবেগে।
আবেগের নাম দিয়েছি কাশঁফুল।
জীবনের নাম দিয়েছি ভালবাসা।
তোমাকে ভালবাসার দরকার ছিল না।
আমাকে ঘৃণা করার ছিল দরকার?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।