প্রেমের গল্প
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
তোমার প্রেমের গল্প '
লিখেছিলাম হাজার বছর আগে।
সেই সিন্ধু নদের পারে বসে।
মিসিসিপি আর মহেন্দ্রনগরীতে।
সাইবেরিয়ার শেষপ্রান্তে বসে।
যেখানে রাখাল বাঁশী বাজাতো।
যেখানে শকুনিরা উড়ে বেড়াত।
চারদিকের বুনো চিল শুনতো সেই গল্প
কত বছর গেছে পেড়িয়ে।
তুমি আজ কালের কাছে বিলীন।
তোমার স্পর্শে কবী মোহিত '''
তোমাকে প্রথম দেখার গল্প।
তোমার রুপের যে তৃষ্ণা পৃথিবীর বুকে।
যে তৃষ্ণায় পিপাসিত প্রেমিকের প্রাণ
কবি যে কবিতা লিখেছিল।
আমি সেই পুরা ছাইয়ের গল্প লেখি।
যে পুরা ছাই রোমের যুবাদের বুকে।
তোমার রূপে যে যুবক হয়েছিল যুদ্ধা
আমি সেই গল্প লেখি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।