তোমার স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

আমাকে একটা মিষ্টি সকাল দাও '
তোমাকে একটা স্নিগ্ধতা দেব '
'
আমাকে একটা স্নিগ্ধ পরশ দাও '
তোমাকে একটা স্পর্শহীন প্রেম দিব '
আমাকে একটা স্বপ্প দাও "
তোমাকে মেঘের রাজ্যে নিয়ে যাব '
মেঘের ভেলাতে ভাসবো দুজন '
স্বপ্প তরঙ্গে ভেসে ভেসে "
আমাকে একটা মিষ্টি স্পর্শ দাও '
তোমার ঠোটের পাপড়ি যেমন '
যেমন তোমার মায়াবী কেশ "
তবে তোমাকে একটা প্রেম দিব '
লাল 'নীল প্রেম " হলুদ প্রেম।
তোমার স্পর্শে যে স্বপ্প জাগে '
সেই স্বপ্প দাও আমাকে "
ভালবাসার রুপালী স্বপ্প "
একটা প্রেমের কবিতা দিব "
তোমার জন্য একটা স্বপ্প দিব "
তোমাকে একটা ভাবনা দিব।
তুমি একটা সুন্দর রাত্রি দাও '
ভালবাসার একটা সুর দাও "
দিব তোমায় একটা গান "
জীবনের সুরের টান '"
দিব তোমাকে মিষ্টি একটা দুপুর '
প্রেমের আলিঙ্গন করবো দুজনে "
ছন্দময় এই সুরের ভুবনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।