প্রেমের হিসাব
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

বৃষ্টি আমায় বানাল শিকারি,
স্মৃতি আমায় করল ভিখারি!
আমি এখন পথে পথে ঘুরি "
পথের রাণী কবে আসবে।
একটা মধুর বাণী শোনাবে??
ভালবাসি তোকে বলতে হবে না।
বলবে তোকে বড্ড বেশিই ঘৃণা করি।
রোজ সকালে বিকালে রাত্রিতে "
তোকে দিই অভিশাপের মালা।
তবু ভাল "
একটু হেসে বলতাম তাকে
তুমি তো মনে রাখো মোরে '
যদিও সেটা ঘৃণা ভরে।
তবুও সেটা একদিন রুপ পাল্টাবে।
ভালবাসার রুপে দেখা দিবে।।
নাইবা পেলাম "
তোমার মনের স্মৃতি হলাম।
এইতো বেশ পাওনা হল।
আর কি চাই????
চাওয়ার ঝুলিটা বড্ড ছোট "
চাইতে পারিনা বেশি "
ঝুলিটা খালিই থাকুক '
তোমার কাছে চাইবো কি.
সেটা আজো বুঝতে পারিনি '
হিসাব কষছি বার বার।
হিসাব তো মিলেনা আমার।
প্রেমের হিসাব "
না ঘৃণার হিসাব "
কোনটা বড়??
স্মৃতিতে দুটোই গাথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।