সুখের খুঁজে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

সুখের সন্ধান করতে গিয়ে।
তোমার দেখা পেয়েছি "
তোমাকে দেখেছিলাম মেঘের রাশিতে।
রাশিয়ার খোলা পথে।
সাইবেরিয়ার বুনো পাখিদের সাথে।
নির্জন দ্বীপে,
চুল তোমার করছিলো খেলা
মরুপ্রান্তরে বাতাসের সাথে। "
তুমি তো ছিলে ধানের ক্ষেতে।
বুনো শালিকেরা করছিল খেলা।
সুখের দেখা পেলাম "
যখন তোমার দেখা পেল মন
সিসিলি নদীর পারে।
যে যুবার ঘুম করেছো হারাম।
কাশ্মীরের পথে যে তোমাকে দেখেছি
দেখেছি তোমাকে তৃষ্ণার্ত চোখে
শরাবখানার শরাবের পেয়ালাতে
নীল নদের বুকে "
নাবিকের বুকের হৃদ স্পন্দনে।
চোখের দূরদর্শী চাহনিতে।।
তোমাকেই দেখেছি,
মরুভূমির বুকে,
সেই মরুর রাখালের চোখে।
মরুর বেদুইনের শাহসী পথচলাতে "
জীবনের ছন্দে,
আনন্দে, বেদনাতে
তোমাকে দেখেছি "
ঘুম হাড়া পাখিদের চোখে।
ডাহুক আর চিলের বুকে "
মাঠের প্রান্তরে কৃষাণীর উজ্জল সুখে।
সুখের সন্ধানে খুজিনি তোমাকে।
তবু তোমাকেই দেখেছি "
তোমাকেই দেখেছি জীবনের সুরে ছন্দে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।