অপরাধি কেন করলে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

বন্ধু হতে দোষ কি আছে
বার বার কেনো দাও ফিরিয়ে
বার বার কেনো চেনোনা মোরে
বার বার তাকিয়ে দেখি
তোমার ঐদুটি আঁখি


রাত জাগা আরশোলার মতো
তোমার দেয়ালে দেয়ালে
তোমার চোখের মুগ্ধতা দেখি






তুমি যে নীল জোছনার সপ্ন দেখো
আমি সে সপ্ন তোমার চোখে আঁকি
তোমার চোখে পূর্ণিমা চাঁদ খেলা করে।
সে চাঁদের আলোতে আমি পথ খুঁজি
ভালবাসার অনন্ত যৌবন খুঁজি।
তোমার হাড়িয়ে যাওয়া ঠিকানা খুঁজি।
খুঁজি হাড়িয়ে যাওয়া স্বপ্নকে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।