আল্লাহকে ডাকো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

আল্লাহর নাম জপো বান্দা
জিকির কর রাত্রি দিন।
আল্লাহকে ডাকো তুমি।
সকাল 'সন্ধে 'দিন
রাব্বুল আলামীন
রাহমানির রাহিম
তিনি দয়াময় '
তার দয়া যে অসীম।
পাপী হয়ে গুনা মাফে
পরওয়ার দিগারে ডাকো।
ডাকো তুমি রাজ্জাক্ক বলে
ডাকো তুমি রাব্বী আল্লাহু
ইয়া রাহীম রাহমান বলে।
আল্লাহু যে সামিউল বাছীর
আল লাতিফুন খাবীর
তাকেই ডাকো ওহে বান্দা।
তিনি যে গাফুরার রাহীম
হে গুনাহগার মন
করিয়া প্রেমে যতন
ডাকো তুমি মনের মতন
সেই পরোয়ারদিগারের নাম।।।
হারহামেশাই জপো তুমি
রাব্বি আল্লাহর নাম।
জপো রাহমানির রাহীমের নাম।
দিবস রজনী
কাটিয়ে দাও তুমি।
জপে জপে তার নাম।
ঈবাদাতে মশগুল থাকো
আল্লাহ তায়ালার দরবারে
হে মুমিন ডাকো বারে বার
তিনি আল মুতাকাব্বির
তিনি যে আল জাব্বার
আল্লাহকে ডাকো বান্দা
আল্লাহকে ডাকো
বারে বারে ডেকে দিল জিন্দা রাখো
ঈমান বারিয়ে নাও
বিশ্বাস নিয়ে কালিমা পরে।
সেই খোদা মালিক তোমার
নবী মোহাম্মাদ রাসুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।