রমজানুল মোবারাক
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য
এসেছে মাহে রমাদান "
খোদা তুমি মেহেরবান '
সিয়াম সাধনার তরে কাটাবো সময়।
এ মাস যে রহমত ময়।
এ মাসে আছে রজনী রাহমাতের
সময় কাটাবো মশগুল রবো ইবাদাতের,
এ মাস আল্লাহর রাহমাতের '
এ মাস কুরআনুল কারীমের।
এ মাসে করো ইবাদাত '
নাজাতের লাগি করো মুনাজাত।
হে বান্দা ডাকো খোদারে
রাত্রি জাগরণ কর কদরে '
মশগুল থাকো জিকিরের আসরে।।
শুদ্ধ করো তিলাওয়াত কুরান পাঠ করে।
শোন হে রোজাদার "
তুমি হুকুম পালন কর খোদার
দ্বারে যে আসবে রহমত খোদার।
লাইলাতুল কদরের রাত্রিতে "
হে মুমিন মুসলমান,
এ মাস যে মহান "
ইবাদাত কর বাড়বে সম্মান।
হাশরের মাঠে, বিচারের দিনে।
খোলে যাবে বেহেস্তের সবকটি দোয়ার '
হে মুসাফির, বান্দা খোদার "
মাফ করবেন খোদা,
হও যতই গোনাহগার "
তুমিও বান্দা খোদার "
খোলে দেখো দিলের দোয়ার।
করো ইবাদাত, করো মোনাজাত "
খোদা তোমাকেও দিবে নাজাত।
খোদারে ডাকো তুমি বারে বার '
হে মুসলমান, এসেছে রমজান "
কদর কর, এ মাস মহান "
১৫/জুন/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।