প্রেম আর বন্ধুত্ব
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাস ফুলের কাব্য
প্রেম হল বন্যা গোলাপের মত
বন্ধুত্ব হল প্রবিত্র গাছের মত
যেখানে প্রবিত্র ফুল ফুটে
প্রবিত্র গাছ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়
যখন বুনো গোলাপ ফুটে
কিন্তু তা ক্রমাগত ফুটে উঠবে
একদিন তা ঝড়ে যাবে
বুনো গুলাপ বসন্তে ঘ্রাণ ছড়ায়।
বসন্তে থাকে সুভাসিত
বসন্তকে সে করে আন্ধলিত।
বসন্তের আকাশ থাকে শুভাসিত।
যখন শীত আসে
তখন বুনো গোলাপের বিদায় ঘন্টা বাজে
তখন আর থাকেনা গোলাপের সুঘন্ধ
থাকে না তার মোহ কোন কোণে
মাঠে ঘাঠে থাকে না তার ছোয়া।
তখন স্বার্থপর গোলাপ চলে যায়
মালাটাও ঝড়ে যায় গোলাপের।
রেখে যায় সেই পবিত্র বৃক্ষ টাকেই।
প্রবিত্র বৃক্ষ সুন্দর করে চারদিক।
যখন শীতের সকালের আগমন হয়।
তখন বসন্তের গোলাপ পলায়ন করে "
পলায়ন করে চোরের মত।
থেকে যায় প্রবিত্র বৃক্ষ টা।
চারদিক থাকে তখনো সবুজ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।