অন্ধকার রজনীতে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

অন্ধকার রজনীতে লাশের গন্ধ পাই "
রাজপথে মানুষের চিৎকার ভেসে উঠে।

একটা হাহাকার চারদিকে ছড়িয়েছে কে যেনো।

বার বার মানুষগুলো অশান্ত হয়ে উঠে '
ঘুমিয়ে ঘুমিয়ে হাটে কেউ।

আজকের কালো রাত।
পথে মায়ের লাশটা পড়ে আছে।
শিশু চিৎকার করে ডাকে।


নদীর পানিতে লাশ কথা বলে।
অদ্ভুত এক রাত দেখেছে কবি

শহরে রাইফেলের শব্দ "
এই বুঝি আরেকটা লাশ বৃদ্ধি পেল।
জীবনের প্রহর গুলি থমকে থমকে চলে।

রাতটা এত লম্বা কেন??
নীল জোসনার বাদামি রাত।
লাল রক্ত চারদিকে ভেসে উঠে।

গৃহ যুদ্ধের গন্ধ পায় কবি।
জীবন বুঝি পাখির খাচাতে বন্দি।
আকাশে বাতাসে চিৎকার শুনতে পাই।
নিরীহ মানুষের আত্মচিৎকার।
রক্তে লাল হওয়া বোনের চিৎকার।
রাস্তার ধারে বুদ্ধিজীবীর লাশ।
মায়ের বুকে শিশুর করুন মৃত্যু '
রাস্তার মাটিতে, ধুলাতে '
লুটিয়ে পড়ছে মানুষের দেহ।
রক্তমাংসে গড়া মানব দেহ।
নোংড়া রাজনীতির পাতায় পাতায়।
মানুষের রক্তের ঘ্রাণ পাই।
রাজপথে লাশের মিছিল দেখতে পাই।
বিচার চাই আওয়াজ শুনতে পাই।
পচে যাওয়া রাজনীতির গন্ধ পাই।
গণতন্ত্রের কান্না শুনতে পাই।
মানবাধিকারের পালানোর পদচিহ্ন "
সাংবাদিকের মৃতদেহের মাঝে।





পুলিশের পরিবারেও নেই নিরাপত্তা "
মানুষগুলোকে কে করছে হত্যা??
বার বার প্রশ্ন করে অভাগা মানুষগুলো '


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।