তোমার আগমন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য
তুমি রুপকথার পরী হয়ে ফিরে এলে।
আমি তখন দেখার সময় পেলাম না।
হাজারো ব্যস্ততা ঘিরে ধরেছে '
চারদিক যে পর্দা দিয়ে ঢাকা।
তুমি তো ফিরে এলে "
আলোকিত করে স্বপ্নকে।
আমি আলোটা গ্রহণ করব "
তেমন মুহূর্ত এলো না।
আকাশ এখোনো মেঘলা "
বাতাস বইছে মনে "
এখনো স্থির হয়নি কিছু।
কি করে বলব '
কি বলব " ভাবিনি কিছু।।
এখনো মনের বনে '
তোমার আগমনে বইছে দমকা হাওয়া।
চারদিক এখনো অশান্ত "
মনে হয় ভাবনাটা ভ্রান্ত '
তবু কেহ বলে দেয় চুপিসারে '
বলে দাও তুমি তারে "
হে পরী গ্রহন কর আমারে
বনের যে ঘুঘু এখনো ডাকিতেছে '
সেও ডেকে ডেকে বলিতেছে।
বলে দাও মনে যা আছে।
ধান ক্ষেতে যে শালিক '
সেও দেখেছে তোমার আগমন।
বুনো পাখিটা গেয়ে উঠলো গান।
তোমার আগমন বার্তা শোনে
তোমার আগমনের বার্তা "
প্রকৃতিকে করেছে আন্দোলিত।
মাঠে জোড়া শালিক পায়চারী করে।
বনের বক গুলো যে নীরে ফিরেছে।
সেও জানে তোমার আগমন বার্তা।
আজ চারদিকে নতুন প্রকৃতি "
মনের সুর ধীরে ধীরে বেজে ওঠে।
সব কিছুতেই তোমার গন্ধ পাই।
তোমার যে রুপ ধরা দিয়েছে '
পৃথবীর বৈচিত্রে, রুপে,
সে রুপ কিভাবে ভুলবে কবি।
কিভাবে ভুলবে এ ভুবন "
ঐ বনের সুর করা পাখিটা "
জারুল গাছের হলুদ পাখিটা "
আর দূরের নদীর মাছরাঙাটা।
যে তোমাকে রোজ দেখে মুগ্ধ হয়।
পৃথিবীর এই মানবের ভিরে '
তুমি আবার এসেছ ফিরে।
তোমার আগমন বার্তা ছড়ে যাক সবখানে।
পৃথিবী আবার জেগে ওঠুক "
সেই আগের রুপে "
যে রুপ ছিল সেই রজনীতে।
পৃথিবীতে তোমার আগমনে '
নক্ষত্র রা আজ আলোকিত হয়েছে।
বার বার তোমার ছবি আঁকছে আকাশে।
তোমার আগমন বার্তা,
জেনেছে বুনো শালিকের দল।
জেনেছে সমুদ্রপারের চিল গুলো।
চারদিক তাই সেজেছে তোমার লাগি।
নক্ষত্র থাকবে তোমার তরে জাগি "
সারারাত আলো ছড়াবে তোমার লাগি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।