ভুল সংখ্যা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তোমকে ভুলে গেছি
অসংখ্য সংখ্যার মত।



ভুলে ভরা কাব্য সংখ্যা ।
একটা ভুল সংখ্যা ।



বার বার বেদনার মাতাল হাওয়া।
জাগাও কেন তুমি?


মাতাল প্রেমিকা ।
নষ্ট প্রেমিকা।
ফেসবুকের ভুল পাসওয়ার্ড তুমি।



এই বুকের মাঝে তুমি ব্লক।
রক্ত প্রবাহের প্রতিবন্ধক।
জমে থাকা চর্বীর আবরন।



তুমি ব্রেইন এর মাঝে
একটি ছোট টিউমার ।।



তুমি এখনো নষ্ট সময়।।


এতো কষ্ট চারদিকে ।।


তুমি সেই কষ্টের কাহিনী।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।