ভুলে যাওয়া কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
আজ তুমি আমার কবিতা পড়িলে "
কাল এই আমাকে যাবে ভুলে।
আমি তোমার কোথাও থাকবনা।
থাকবে না মনে কোন কিছু।
হয়তোবা কথা গুলো পড়বে মনে '
ব্যথা গুলোর সাথে '
প্রেমময় কোন স্বপ্নের মাঝে।
তবু আমি থাকবনা তোমার কোথাও '
মনে রেখোনা " ভুলে যেও "
তবু কবিতার ভাষা বুঝে নিও।
বুঝে নিও মনের ব্যাকুলতা '
কত কিছু বলতে চায় এ মন।।
তোমাকে নিয়ে যে কবিতার ভাষা '
খুজে পেয়েছিলাম অন্তরে '
সেটি তুমি ভুলে যাবে কি করে??
সেটি থাকলে থাকতেও পারে।
তবু আমাকে তোমার মনে রবে না।
একদিন প্রকৃতি আমাকে ছিনিয়ে নিবে।
ছিনিয়ে নিবে তোমার ভাবনা থেকে।
আমি হয়ে যাব ভুলে যাওয়া কবিতা।
আমি তোমার ভুলে যাওয়া কবিতা '
হয়ে যাব ভুলে যাওয়া কথাটার মত।
হাজারো কবির ভিরে "
আমি হয়তোবা থাকবো না '
থাকবনা তোমার অন্তরে "
কোন একদিন বেখেয়ালি মনে।
তোমার মনে আসবো ছবি হয়ে '
তবু তুমি চিনবে না আমাকে।
ভুলে যাওয়া কবিতাটার মত।
আমার কবিতা "
সবার মাঝে স্থান পাবে না জানি।
পাবে না স্থান তোমার মনে কোনদিন "
না পাবো আমি তোমার স্বপ্ন '
না তুমি মনে রাখবে আমায়।
ভুলে যাওয়া কবিতা হয়েই থাকব '
থাকব তোমার ছিড়ে যাওয়া ডাইরিতে।
তুমি সেখানে রেখো মোরে '
একটি ছেড়া পৃষ্ঠাতে লিখে রেখো।
যড়ি কোনদিন মনে পড়ে প্রিয়া "
দেখে নিও প্রাণ ভরে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।