আমি ভিখারী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনণের কাব্য

যদি ভিক্ষা চাইতেই হয়।
যার কাছে পাওয়া যাবে
তার কাছেই চাইব।
তোমার কাছে কেন?
তার কাছেই চাইব '
যার দান গ্রহন করলে "
বার বার কথার ছুড়ি বসাবে না।
দানের প্রতিদানে কথা শোনাবে না।
বার বার করবে না অপমান '
সে তো সৃষ্টিকে করেছে মহান।
সৃষ্টিকর্তা হয়ে তিনি হয়েছেন মহান।
তিনি তো অহংকার করে '
গালি দেন না '
দেন না কোন অপবাদ "
বার বার কাছে পাই তাকে।
জীবনের বাকে বাকে "
জীবনের দুঃখে, বিরহে. সুখে
তোমার কাছে কিছু চাই না।
হে মানবী " হে অহংকারী ণি
তোমার অহংকার তোমারি।
আমার যা কিছু সব তাহারি '
যিনি দিয়েছে তোমাকে "
আমাকেও কিছুতে করেনি কার্পণ্য।
আমি আস্তিক হয়ে '
আল্লাহতে করেছি বিশ্বাস "
তবু না পাই তার দেখা "
পেয়েছি সুখের বিশ্বাস "
আমি ভিখারি "
আমি পাপি হয়ে ডাকিব তারে,
বার বার পাঁচ বার "
সালাতের সেজদাতে নত হয়ে।
জীবনে যা আছে চাওয়া "


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।