নিষিদ্ধতার টান
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
নিষিদ্ধ জিনিসের প্রতি আলাদা একটা টান থাকে "
কি নারী "কি পুরুষের '
নিষিদ্ধতা যেন মনের কোনে লোকানো "
যেখানে ময়লা ফেলানো নিষেদ "
সেখানে একটা কিছু ফেলতেই হবে
না ফেললে মনে শান্তি আসে না।
যেখানে প্রবেশ নিষেদ "
সেখানেই প্রবেশের ইচ্ছা জাগে মনে।
যে কাজ করতে মানা "
যে জিনিস দেখতে মানা "
তা কাওকে শিখাতে হয় না।
তা সবার জানা "
বইয়ে সচেতনতার পাহার আছে '
মানবতার বড় বড় প্রবাদ আছে "
আছে অনেক সুন্দর উক্তি '
তার বিপরীতে আছে সমাজে "
নিষিদ্ধতার খন্ডন কৃত যুক্তি "
কেও মানে না আইনের শাসন '
সবাই দেয় মানবতার ভাষন '
নিষিদ্ধতা টা রক্তে মিশে আছে '
নিষিদ্ধ গ্রন্থ "
নিষিদ্ধ বিদ্যা "
নিষিদ্ধ তাদের সবাই '
কেও তো বলে না "
সে আমার বোন " সে আমার ভাই '
বাড়িয়ে চলেছি অতি গোপনে "
নিষিদ্ধ নামের পাহার "
আজ চারদিকে নিষিদ্ধতার সমাহার।
গোপনে যাহা করতে নেই মানা '
সেটাকে মোরা লোকলজ্জা বলে '
নিষিদ্ধতার খাতাটা করছি শুধু ভারি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।