নীল স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বেদনাময় শূন্য আকাশ "
দুঃখের কালো বাতাস '
আসে এ পথের বাকে।
আমি তাদের দূরের পথ দেখিয়ে দেই।
সে পথ ভুলে অপথে হাটে
যেখানে সেখানে তাবু গেরে বসে
কেল্লা গড়ে পাহার সমান।
আমি নক্ষত্রের পানে চেয়ে থাকি '
খুজে বেড়াই বেদনার রঙ
আকাশের নীলের পাহাড়ে "
সুখের ঠিকানা খুঁজি না।
যা বৃষ্টি হয়ে ঝড়ে ' তাই আমার সুখ।
অল্প চাওয়া ' অনেক পাওয়া "
একটা নতুন কিছুর পরিতৃপ্তি "
বার বার তোমাকে পাওয়ার উপলব্দি।
তোমার স্পর্শ তবু শিহরিত করে মন "
জেগে ওঠে নীল আকাশে "
তৃষ্ণার " লজ্জাকর " ভালবাসার হাহাকার।
নীল বেদনা ' নীল স্বপ্ন "
মেঘলা আকাশে দেখছি তোমাকে।
তোমার অশ্রুকণা ঝড়বে বৃষ্টি হয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।