আমি নষ্ট প্রেমিক
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমি নষ্ট প্রেমিক
তুমি পবিত্র করো আমাকে।




আমি যে নষ্ট আশা নিয়ে
তোমার দেহ ছুয়েছি বার বার
তোমার দেহ নিয়ে করেছি খেলা।




বার বার তোমার থেকে গ্রহন করেছি মধু।




সব কথাতেও নষ্টামি আছে।




দেখলে না তোমার দিকে
কেমন আমার দৃষ্টি।




তুমি যে মায়া করনি।


করেছ ঘৃণা
মন আমার নষ্ট নয় তো।






তোমার দেহের প্রেমিক আমি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।