ভালবাসার পাগলামী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমাকে ভালবাসি '
তাই তোমার ঝড়া চুল।
সেটাও আমার প্রেমের বস্তু
তোমার কালো মুখটা '
ঘুম ঘুম চোখে চেয়ে থাকা টা।
তোমার অগোছালো জীবন টা।
তোমার অসুন্দর মুখটা
যদিও তোমার দাতের পাটি সমান নয়।
তুমি হাসলে তবু ভাল লাগে।
ভালবাসি তোমার গামে ভেজা গন্ধ।
তোমার রোদে স্নান করা।
ভালবাসি তাই সব ভাললাগে।
তোমার হতে হবে না পরী।
তোমার মুখের কণ্ঠ গানের মতো না হোক।
তোমার চাঁদ হওয়ার দরকার নেই।
চাঁদটা বরং তোমায় দেখে শিখে নেবে।
সৌন্দর্য কাকে বলে।
চাঁদটা বরং শিখে নিক '
রুপ কাকে বলে।
তোমার রাজকুমারী সাজতে গিয়ে।
আপন মাধুর্য হাড়াতে হবে না।
তুমি এ পৃথিবীতে মানব কুমারী '
হতে হবে না কোন পরী ""
রাজা তো সব দেশেই আছে "ছিল।
তারা সবাই কি দুধের মত রং।
তবে এত কেন নিজেকে লজ্জা দাও।
কম কিসে তুমি???
তোমার গুণে বিশ্ব আলোকিত।
তোমার সূর্য হতে হবে না।
তোমার রঙ্গে বিশ্বে ছড়াবে রঙ।
তোমাকে রঙ লাগাতে হবে না।
সঙ সাজতে হবে না।।
তোমাকেই ভালবাসি।
তোমার দেহের মাংসপিণ্ড কে নয়।
বার বার তোমাকেই ভালবাসবো।
মানুষ হয়ে ' মানবতার অগ্নি জ্বালিয়ে।
মিথ্যার "অশ্লীলতা র সাথে নয়।
চাঁদটার বরং রুপ নেই।
চাঁদের নেই আপন আলো।
তুমি তো আপন আলোতেই হয়েছ সুন্দর।
ফুলটি তো ঝড়ে গেল।
শুকিয়ে কিছু রেখে গেল না।।
তুমি তো অসংখ্য স্মৃতি রেখেছ।
দিয়েছ বর্তমান "
একটি সুন্দর হাসি '
একটি সুন্দর সকাল '
একটি মিষ্টি বিকাল '
একটা তন্দ্রাহীন রাত '
যে রাত জেগেছি তোমাকে দেখে দেখে।
সেখানেই সুখ ছিল।
আমি ঘুমিয়ে কি করবো?
ঘুম তো আসে না।
রাত জেগে তোমাকেই দেখি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।