আমার পল্লী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
যে পথ টা জঙ্গলের ভিতরে হাটছে।
সেটার ইতিহাস কি জানো??
সে কি জানে তার জন্ম পরিচয়??
হাজার বছর ধরে হয়তো এভাবেই।
হেটে চলেছে দিগন্তরেখা বরাবর
মাঠের কাছে যে নদীপ্রবাহ "
রাস্তাটার সাথেও তার গভীর মিতালী '
তাই তো একসাথে মিলনে ব্যাস্ত 'তাদের প্রেম ও হাজার বছরের।
নদীর এই বাকে '
হয়তো হাজার বছর আগেও
কত পথিক বসেছে '
আজো তার পদচিন্হ কথা বলে।
তার প্রমান সেই বট গাছটা '
যেখানে সে বসেছিল '
আজো তার বুকের শ্বাসের গন্ধ পাই
এইখানে এই মাঠে "
কালের স্রোত করেছে খেলা
এই নদীতে পল্লীবধূ।
কত দিন এসেছে স্নান করতে।
কলসি নিয়ে পানিতে
তার স্নিগ্ধ স্পর্শতা '
আজো এ পানিতে খেলা করে।।
কত মহামানব মানবী জন্মে এখানে।
পবিত্র করেছে এই ভুমিকে '
মহাকাল তাদের কর্মের সাক্ষী "
তমিজ উদ্দিনের মা "
যার স্মৃতিচিহ্ন এই প্রাথমিক বিদ্যালয় '
এটারো বয়স হল অনেক।
বাজারে আজো শত মানুষের সমাগম '
এটাও তার মহীয়ান দান '
আব্দুল কাদির ইরাকী র গুণে "
কত দরবেশ এল বসলো এখানে।
কতো পীরের সমাগম 'কত গুণীজনের '
মহান এই বটবৃক্ষ তার সাক্ষী "
কত প্রেমিক কবি "
বাঁশীর সুরে এ ভুমিকে করেছে সিক্ত '
কত প্রেমিকার ঘুম করেছে তিক্ত।
কত যুবতী এই নদীর জলে হল যৌবনা '
কত যুবক তার প্রেমে হল দেওয়ানা।
কত যে ভাঙ্গা গড়া এই মহাকাল।
কত যে জীবনে এসেছে আকাল "
ঘন কোয়াশার মত নীরবে শেষ হয়েছে।
সময় আজো তার পরিচয় দেয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।