আমি অপরাধী ২
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমি অপরাধী হয়ে।
বার বার অপমানিত ছলনার সাথে।
অপরাধ আমার মস্ত বড়।
বার বার তোমাকে ভালবেসেছি
আমি ছলনার রুপ দেখেছি '
দেখেছি একটি কালো স্বপ্ন।
দিবস চলে যাবার পর '
লাইলি কে দেখেছি '
সে কি মায়ার বাধন তার স্নিগ্ধতা।
আমার দু চোখ শান্তিতে মগ্ন '
তোমাকে দেখার এক শান্তি।
নিরবে আমি এই নির্লজ্জ কবি।
বার বার দেখি তোমাকেই।
বার বার জীবনের হিসাব '
দিব কার কাছে??
সে তো মহাকালের জানার কথা।
এ অনাহারী কি করে জানবে??
প্রেমের তৃষ্ণা যে লেগেছে গায়ে।
মনটা বড্ড বেহায়া।
আমি কি করে দেখবো তোমাকে?
বার বার সে হিসাব মনে রাখি।
সময়ের শেষে লাইলির প্রান্তে।
তোমার মধুর সুধা পাবো কি?
পাবো কি অনন্ত অমিশ্রিত স্পর্শ?
তোমার স্পর্শে জেগে উঠুক প্রেম।
এই ভুল ভ্রান্তি চলে যাক দূরে।
বেহায়া কবি বার বার ভাবে।
বার বার স্নিগ্ধতা ছুতে চায়।
স্পর্শের তৃষ্ণাতে বুক কাঁদে।
বার বার তোমার স্পর্শে '
বুকের পাজর জেগে থাকুক '
জেগে থাকুক ঠোটের বিনম্রতা
তোমার ঠোটের স্পর্শে "
তোমার প্রেমের স্পর্শে "
তবু সে কাল এলো না।
এলেনা তুমি।
আজো নির্লজ্জ কবি স্বপ্ন দেখে।
শুধু তোমাকেই স্বপ্নের শেষ প্রান্তে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।