জীবন্ত কবিতা লিখব
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

নিজেকে তুমি অনুভব কর।
মনের কথা কত অজানা বসবাস।
নীল আসমানে তোমার ছোয়া।
স্বপ্নে এসে আমাকে ছোয়া।।
তোমার সে স্পর্শে '
জেগে ওঠা রাত জাগা পাখি হয়ে।
আমি জীবন্ত কবিতা লিখব।
বার বার বুকের বাম পাশে '
স্পন্দিত আবেগের খেলা।
তোমার স্পর্শে জেগে ওঠা '
তপ্ত ভালবাসার কবিতাটা '
বার বার আপন অস্তিত্ববাদী রুপ দেখাচ্ছে।
বার বার নতুন ছন্দ দাবানলের মত।
ছিটিয়ে দিচ্ছে আগ্নিয় কণা।
অনুভবে অনুদাপ "
মানুষের ক্রিয়া কর্মে '
মর্মে উল্লাসে " বেদনায় ক্লান্তিতে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।