প্রেম কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
প্রেম কি?
এটা কি পচনশীল কোন কিছু?
আলু "পটলের মত।
নষ্ট মনের মত '
কষ্ট পেয়ে যে মন নষ্ট চিন্তা করে।।
প্রেম কি পুরোনো হয়ে যায়??
ছাতার মতো " জুতাটার মতো "
প্রেম কি মরে যায়??
ফুলটার মত " পাখিটার মত।।
প্রেম কি জন্ম নেয়??
চারা গাছগুলোর মত '
পাখির ছানাটার মত।।
প্রেম কি???
মিথ্যা স্বপ্ন??
মানুষকে বন্দি করার কৌশল কি প্রেম?
নাকি আপন মনে ভোগ করার ফাঁদ।।
প্রেম পৃথিবীতে হাজার রুপে বিদ্যমান।।
কারো কাছে মহা মূল্যবান।
কারো কাছে এটা মানবতার অপমান।।
প্রেম করে যে সেও জানে না '
কেন এত আকুতি মিনতি ''
না পাওয়ার কেন এত সংশয়???
সব পেয়েও কি পেলাম।
বার বার প্রশ্নবিদ্ধ মন।।
সুযোগ সন্ধানী প্রেম,
নাকি জীবন দান কারী প্রেম???
জীবন ই দেব
তবে প্রেম কোথায় সেখানে??
বলির পাঠা হলাম আমি "
সুখে থাকো তুমি।।।।
এটাই বুঝি প্রেম????
স্বাধীনতা হাড়ানো কেই বলে কি প্রেম??
এটা করো সেটা করো "
লম্বা লিস্ট বানালে তুমি '
চীরদিন বাধ্যগত শিশু হলাম আমি।।
এটাই বুঝি প্রেম???
আধুনিক প্রেমিক "
শিক্ষিতা প্রেমিকার "
ছকে বাধা প্রেম????
প্রেম কি কোন ভঙ্গুর বস্তু??
সপ্তাহে সাতবার ব্রেক আপ।
নরা দিলেও ভাঙ্গে "
বাতাসের প্রভাবেও অস্তিত্ব হীন??
ধরা যায় না ছুয়া যায় না।।
আবেগের বারোটা বাজাতে ব্যাস্ত।
ব্যাক্তি স্বাধীনতার মুকুট পড়া প্রেম।
আধুনিকতার মুখোশে ঢাকা প্রেম।।
নষ্ট কাহিনীতে ভরা "
লুতু পুতু "কুতু কুতু প্রেম।
কথায় কথায় ভাঙ্গে "
কথা কথায় গড়ে।
বালুর তৈরি ঘড়ের চাইতেও নাজুক।
শিশুর তুলতুলে গালের চাইতেও।
না ছুতেই ফোসকা ফুটে ওঠে।
লাল হয়ে ধ্বংসের লিলা খেলে।।
শারীরিক চাহিদার প্রেম।
মনের তৃপ্তিকারক প্রেম।
অর্থনীতির সূত্রে বাধা প্রেম।
যোগান বেড়ে গেলে "
মূল্য থাকে না বস্তুটার।।।
:
নষ্ট মানসিকতার প্রেম "
মালটাকে পেয়েছি ' ছিড়ে নেব '
ছাগল টাকে গলায়দড়ি দিয়ে নাচাব।
পাঠার মত দেব বলী '
প্রেমের কাল্পনিক বাস্তবতা '
কেও স্বীকার করে "
কেও করে না '''
তবু বাস্তবতাকে অস্বিকার করা কঠিন।
কবিতাটা পড়েছ??
এখন একটা লম্বা গালি দাও।।
গোষ্ঠী উদ্ধার করে নিজের পরিচয় দাও।
তুমি কে।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।