তুমি কি বলেছিলে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

সেদিন তুমি কিছু বলেছিলে।
আমিও কিছু বলেছিলাম "
সে কথা আজ ইতিহাস।
তুমি কি কিছু বলেছিলে '?

আমি কি তোমায় '?

তবে কেন এলেনা '?

তবে কি ছিল সে কথা '
সেই ইতিহাস খুজতেই "
কেটে গেল বহুকাল "
হয়তোবা হাজার বছর "
যুগ থেকে যুগ তোমায় দেখিনি।
তোমায় দেখেনি মোর দুচোখ '
দেখেনি এই অন্তর '
তুমি আজো ইতিহাস।।
তুমি সেই গ্রীসের রাজ্যে ছিলে কি??
ছিলে কা তাইগ্রীস নদীর পারে।
তোমার সাথে কি দেখা হয়েছিল??
নীল নদের সেই মৎস্য কন্যার ।
তুমি কথা কি দিয়েছিলে??
না কি সেটা আমারই ভুল ছিল।।
তুমি কি সেখানে ছিলে '
যেখানে আকেক জান্ডারের ঘোড়াটা দৌড়াচ্ছিল।
যুদ্ধের ময়দানে বীরের মত।
তুমি কি কাল জয়ী ইতিহাস??
তোমার কথা আজ বড্ড মনে পড়ে।
তবু মনে আসে না '
কি বলেছিলে সেদিন।।
শত শহস্র যোগ পার হল '
তুমি এলে না "
সেই কবে সিন্ধু বিজয়ে '
তোমার সাথে দেখা হয়েছিল "
আজ সেটা নিয়ে গড়ে ওঠেছে ইতিহাস।
কত ঐতিহাসিক গভেষনায় ব্যাস্ত '
তোমার কত না কল্পনা "
আজো ঘুমের গভীরে ডেকে যায়।
বার বার তোমার সে প্রশ্ন "
উত্তরের খোজে চলে আসে।
বলে তুমি কি বলবে কিছু??
তুমি কি বলেছিলে "?
নাকি সেটা ছিল অলিক কল্পনা '''
আজো বেবিলনের সেই উদ্যানের কোনে।
তোমার স্মৃতি কেঁদে বেড়ায়।।
সেই কবে "
রক্তিম বাহুতে
তুমি ছিলে বিজয় গাথা হয়ে।
তুমি ছিলে ছিল এই বাঙ্গালা।
ছিল বাঙ্গলার হাজার বছরের পথচলা '
তুমি আজো বহমান '
বহুকাল ধরে আছো '
এ পৃথিবীর স্পর্শে 'গন্ধে 'মাটিতে '
ইতিহাসের বিজয়ী বীরের
রক্ত মাখা তলোয়ারে।
সিন্ধুর রাজকুমারীর চুলের সুভাসে।
নতুনের জয়গানে "
পুরোনো সে ইতিহাসে।।
আজো পৃথিবীর পথে পথে '
তোমার শান্তির বাণী পথ চলে।।
মানবতার অপমানে "
অত্যাচারি শাসকের পদতলে "
সে কেঁদে বুক ভারি করে '
মানুষের মুক্তির অগ্রদূত হয়ে।
লড়ায় করে মানবতার মিছিলে।
ইট পাথরের এই শহরে।
পৃথিবীর অলিতে গলিতে।
রাজপথে " ভাঙ্গা কুটিরে।
তোমার কথা আজো জানা হলো না।
কি বলতে চেয়েছিলে।
কেন বলতে চেয়েছিলে.
সবই আজ ইতিহাসের আকুতি '
বর্তমানের ঝুলন্ত ঘড়ি।
সময়ের স্রোতধারা "
প্রবাহমান তুমি ছিলে।
আছো হে নারী " পৃথিবীর বুকে।
শুধু তোমার কথা কেও জানল না।
শোনল না তোমার বাণী '
কি বলতে চেয়েছিলে তুমি।
আজ কি বলতে চাও।
তুমি কি সময়ের পুতুল হলে??
আজো ভন্ড সমাজ নাচিয়ে চলেছে তোমায় '
আধুনিকতার মায়াজালে।।
কতদিন তোমার কথা গুলো "
পৃথিবীর পথে পথে হাটবে?
এবার সেটা বলে দাও।
বলে দাও সত্যের বানী।
সেদিন আরব বিজয়ের দিনে '
বলেছিল কেও সত্যের বাণী '
আজো সে বাণী আছে।
আছে মহাকাল " আছো তুমি।
শুধু তোমার পদচিহ্ন; চলছে ভিন্ন নগরিতে।
তাল মিলিয়ে অন্যকোন জীবন সন্ধানে।
আজো পৃথিবীর রাস্তায়
সে সব সত্যরা কেঁদে কেঁদে মরে।
মাটির সাথে গড়াগড়ি করে।
তোমার কথা আজো শুনিনি "
বলেনি কেও "বলোনি তুমি।
তুমি আজ পথের তরঙ্গলেখা।
রঙ্গ নিয়ে খেলা কর।
কে শোনাবে আমায় "?
তুমি কি বলেছিলে সেদিন??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।