চিঠি-৩
- শাওন সারথি - চিঠিপত্র

সময়-০৩/০৮/২০০৫ইং
১২.১১ রাত্রি


প্রিয়
অহনা বিনতে জাহা,

গতকাল রাত্রে তোমার চিঠি খানা পাইলাম। আপিস থেকে ফিরে বাড়িতে ঢুকা মাত্রই দরোজার এক কোন থেকেই তোমার সেই পরিচিত হলুদ খামের মোড়কের চিঠি খানা আমাকে ইশারা করিয়া তাহার অবস্থান জানাইয়া দিল। তোমার চিঠি খানা খোলা মাত্রই সেই পরিচিত সুবাশ পাইলাম। তুমি সবসময় চিঠির মধ্যে একটুখানি গায়ে মাখার পাউডার ছড়াইয়া দাও। কারন জিজ্ঞাসা করিলে তুমি বলিয়াছিলে তাহাতে চিঠিখানা ভালো থাকে আর নিজের প্রিয় মানুষের জন্যে এই চিঠি তাই যেন কাহারো নজর না লাগে তারই বন্দোবস্ত করা। আমি কিন্তু এই সব কুসংস্কারে বিশ্বাস না করিলেও তোমার এইসব পাগলামি খুব একটা মন্দ লাগে না বরং এই যান্ত্রিক সময়ে বেশ একটা আনন্দ দেয় বৈকি। তোমার চিঠিখানা পড়িয়া মনে হইল আগের থেকে তোমার শব্দ ভান্ডার আরও মজবুদ হইয়াছে। বিশেষ করিয়া সঠিক শব্দ চয়ন আর তাহাতে বাক্যের যথাপযুক্ত ব্যবহার দেখিয়া আমার মুগ্ধ না হইয়া উপায় আছে? তোমার বানানের ব্যাপারেও যথেষ্ট উন্নতি হইয়াছে। তবে একটা কথা না বলিয়া আর পারিলাম না। যতি চিহ্নের ব্যাপারে তোমার অনগ্রসর অভিযাত্রা দেখিয়া কিছুটা হতাশ না হইয়া আর থাকা গেল না। তোমাকে একখানা বইয়ের কথা বলিয়াছিলাম। পড়িয়াছ কিনা চিঠিতে তাহা জানাও নাই। আশা করি তাহা অতি সত্তর জানাইবে। চিঠির শেষ প্রান্তে তোমার একছত্র অনুকাব্য দেখিয়া অত্যন্ত আনন্দ হইয়াছি। তুমি যদি সন্নিকটে থাকিতে তবে অবশ্যই তোমাকে স্পর্শ করিয়া তাহার অভিবাদন করিয়া দিতাম। আর অবশ্যই তোমার চোখে চোখ রাখিয়া সহজেই বলিয়া দিতাম আর সব পুরুষ নারীদের চোখে চেয়ে যা বলে। তবে তোমার উপস্থিতি না থাকিলেও নায়ক অপুর মতো মনে মনে ঠিকই আওড়াইয়াছি “পাইলাম আমি, অবশেষে আমি ইহাকে পাইলাম”।

ইতি
গদ্য


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।