চমকি চমকি দিয়ে থমকি থমকি
- অরুণ কারফা

চমকি চমকি দিয়ে থমকি থমকি

উথলে উঠছে নয়ন

মেঘ নেই গগনে তবুও ক্ষণে ক্ষণে

বিজলির বিচ্ছুরণ

কুয়ো তলায় এসে একেলায় আবেশে

ভাবে রাধা সারাক্ষণ

আজও কি হবে অপেক্ষাই অযথা

বৃথাই সময় যাপন।



দেয়াল খানি ফাঁদিয়ে পাঠশালা ফাঁকি দিয়ে

আসবে কেষ্ট কখন

জলপানির পয়সা বলে কমেছে সহসা

তাই কমিয়েছে ভ্রমণ

সন্দেহ দানা বেঁধে ঘনীভূত হয় প্রেমে

আর কি হবে আগমন

দিন যেমন বয় তরলিত হয়ে প্রণয়

দুষ্টুকে করে কৃপণ।



পূজোয় এখন ভারি পেতে সস্তার শাড়ী

ঘাম ঝরে যায় কি ঝকমারি

অজুহাত দিয়ে অভিনয় করে কাঁড়ি কাঁড়ি

খরচ বেড়েছে কামাতে দাড়ি

এতই ক্ষুদ্র মন

উপায় কি আছে প্রেমিক কি রোজ গাছে ফলে

নাকি ঝরে পাতার মত দলে

না নব-কিশলয়ের মত বসন্ত এলে

হেসে খেলে ও দুলে ফুলে ফুলে

ভরিয়ে দিচ্ছে বন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।