কবির কবিতা তুমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য

তোমার স্পর্শে যে আজ মহা পুরুষ '
সেও একদিন তোমার স্পর্শ পেতে বেকুল ছিল।
আজো সে তোমাকে হাড়িয়ে বেদনাহত
মদের মাদকতায় তোমাকেই দেখে।
তুমি ছিলে "
তাই সে আজ সম্রাটের আসন পেল।
আজো তোমাকেই খোঁজে '
তৃষ্ণা আর খেয়ালের দুনিয়াতে




তুমার হাসি আজো কানে বাঁজে।
কত মহান কবির "নায়কের।
কত আবেগ আজো তোমাকে ঘিরে '
কবিতার ছন্দ সাজিয়েছে গানে।
কবির কবিতা তুমি '
তোমাকে দেখে মদের পেয়ালাতে "
তুমি তার শরাবের ফোটাতে দৃশ্যমান ''
তোমাকে না পাওয়ার যন্ত্রণা "
আজো তাকে শরাবের মত টানে '''
কাছে টানে প্রেয়সীর মত।
যার গভীর স্নিগ্ধতা "
আজো মিশে আছে তার কলিজাতে।
তুমি তার হলে না।
জীবন তার হলো স্বপ্নের বাস্তবতা '''
কবি এখন অনাকাঙ্ক্ষিত মাতাল '''
নায়ক আজ পুঁজিবাদের পুতুল '
বার বার তোমাকেই চেয়েছিল সে।
সে আজ হাড়িয়ে গেছে তোমাতে
নষ্ট বুকের কষ্ট সারাতে '
সে অনেক পিপাসিত বুকের তৃষ্ণা মিটিয়েছে।
তবু তার আপন তৃষ্ণা মিটল না।।
ভুবন তাকে রাজার মুকুট দিলেও '''
জীবন তাকে উপহাস করে বার বার '
বার বার স্বপ্নে এসে লজ্জা দেয়।।।
অপমান করে মূর্খ "কাপুরুষ খ্যাতি দেয়।।
তুমি কবিতার ছন্দ হলে '''
কবি হল মাতাল পৃথিবীর বুকে '
তোমাকে না পাওয়ার শোকে '''''
আজো তার কলমের স্পর্শে '
প্রেমের অশেষ সজীবতায় ''
কবি দেখতে পায় শুধু তোমায় '''
তুমি কবির স্বপ্নে নারী '
কবির প্রেমের নারী "
বেচে থাকার বাস্তবতায় নারী।
তুমি হাড়ানো কবিতাতে '
জীবনের রক্ষণশীল উল্লাসে '
পৃথিবীতে বেচে থাকার সুরে "
কবির হৃদয়ে অর্ধাঙ্গিনী নারী।।
বেদনাময় কঠিন বাস্তবতাতে '''
আশ্রয় দাত্রী তুমি "
পেয়ালা জান্নাতের শরাবের '''
তুমি জিন্দিগি, কবির মহত্ত্ব ''
তুমি কবিকে করেছ মহান '
তুমি মৃত কবিতাকে করেছ জীবন দান।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।