তুমি আসোনি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য

আজো জেগে থাকি রাতে "
হাজার বছর এভাবে জেগে থাকবো,
তুমি আজো আসোনি।
যদি কাল আসতে ইচ্ছে করে '
তবে চলে এসো '
আমি তোমার পথের দিকে '
যেখানে তুমি রেখে গিয়েছিলে '
আমি সেখানেই দাড়িয়ে।
আজো পথের কোন পরিবর্তন নেই।
আজো সেই পথে আগের সব আছে
আগের মত সূর্য উঠে '
সেই গাছতলা তে ছায়া নামে '
আগের মতই সব আছে '
পরিবর্তনের কোন ছোয়া লাগেনি।
তুমি আসোনি তাই।
পৃথিবী আজো স্তম্ভিত '
সে পথের সব কিছু '
আজো তোমার অপেক্ষা করে।
তুমি কবে আসবে '??
পথের শালিক টাও '
বার বার কেঁদে কেঁদে ডাকে '
সে যেন খোজে তোমাকে '
তুমি আসবে কবে?
এ পৃথিবী আজো শূণ্য '
মরুময় সেই পথ '
তুমি আসনি তাই।।
তুমি আসোনি '
তাই কবির কলম আজ বিদ্রোহ করেছে
কবিতা তার লেখা হবে না।
একতারা টা আজ বড় ক্লান্ত '
বাউল গানে সে সুর তোলেনি।
তুমি আসোনি বলে '
চারদিকে আজো তোমার ঘ্রাণ হীন
সব কিছু সুর হীন হয়ে গেছে।
তুমি চলে আসবে, এই ভেবে
ভাবনা গুলোও এলোমেলো হয়নি।।
আজো তুমি আসোনি '
তাই চাতক পাখিরা আকাশের পানে তাকিয়ে
তাদের কান্নার আওয়াজ বাতাসে ভাসে।
তুমি আসোনি তাই "
পুকুর পারের মাছরাঙা টা।
সেখানেই বসে সময়ের স্রোত গুনে।
তুমি আসোনি তাই।
আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।