তুমি কে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য

আমি তেমনি আছি "
শুধু তুমি পাল্টে গেছ।
তুমি আর আগের মত নেই '
তোমার যৌবনে এখন জোয়ার।
মন আজ উত্তাল '
পরিবেশ তোমার গোলাম হয়েছে।
তুমি হয়েছ আজ ভরা নদীর জলের মত "
টাইফোন,ঘুর্নীঝরের মত '
তুমি আগের মত নেই '
আমি ই শুধু পাল্টাই নি।
শুধু বয়সের বাড়ন্ত হাওয়া লেগেছে।
তোমাকে নষ্ট বাতাস দোলা দেয়।
তুমি তাতে আন্দোলিত হও।
তোমার শরীরে নষ্ট নখের থাবা '
তুমি তাকে রেশম বলে গ্রহন কর।
তুমি আজ অন্য কেও '
আমি তোমাকে চিনি না '
তুমি আমাকে দেখনি কোন দিন।
নষ্ট নেশা আকরে ধরেছে শরীর।
বুকে এখন দাবানলের শিখা বাসকরে।
তুমি প্রকৃতিকে করেছ অস্বীকার '
প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে বার বার।
তুমি উল্টা পথের নাবিকের মত '
স্রোত তোমায় যাচ্ছে কোথায় নিয়ে।
জানে না তোমার যৌবনের বিন্দু গুলো '
তারা আজ নেশার তালে মাতাল।।
তুমি কে??
প্রশ্ন জাগে মনে '
তোমাকে আমি দেখেছি কোন কালে??
কোন পৌষের বিকালে।
রাস্তার ধারে ' একা একা।
কোন ফাগুনের সন্ধ্যায়।
তুমি দাড়িয়ে ছিলে ফুল হাতে।।।
তুমি আমায় চেন??
না আমি তোমাকে দেখেছি কোনদিন??
সেদিন সেই আশার আলো '
তোমায় দেখে কেন জ্বলেছিল??
তুমি কি জানো মেয়ে???
তুমি আজ অন্য পথের পথিক।
অন্য বাতাস তোমাকে ঘিরে রাখে।
আজ নষ্ট পথের ভিখারি হতে পারিনি আমি
তাই তুমি আমাকে চেন না।।।
জানতে চেষ্টা করনি কোনদিন।
আমি কেন বার বার সেখানে ছিলাম।
আজ তুমি পাল্টে গেছ।
আমাকে অপরাধী করে '
আমি অপরাধী ই রয়ে গেলাম '
বিবেকের বিচার বিহীন আদালতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।