তুমি আমার
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তোমাকে দেখেছি শেষরাত্রির স্বপ্নে '
একটা নিদ্রাভঙ্গ কারি স্বপ্নে ''
তোমাকে দেখেছি আমার ভাবনার আকাশে "
শেষ সেই দৃষ্টিতে "
অগোছালো ভাবনার সৃষ্টিতে "
তোমার মধুর দৃষ্টি '
আর সেই স্নিগ্ধতা '
তখনো ছিল " আজো আছে ''
আজো আছে " তোমার নিঃস্বাসে '
তোমার সাথে প্রথম দেখা '
সেটা প্রথম দেখা ছিল কি??
নাকি অনন্ত অসীমের এক বহতা '
কাল মহাকালের স্রোতধারা '
সেই তোমার গভীর চুম্বন '
আমার দ্বীর্ঘ শ্বাসের গভীরতায়।।
সেই তুমি ছুয়েদিলে "
আজো সেখানে গোলাপের সুভাস।
বার বার ঘ্রাণ পালটাতে থাকে ''
গভীর থেকে আরো গভীর সে ঘ্রাণ।।
তোমার ঠোটের স্পর্শে
আজো মেস্কাম্বরের সুভাস ছড়ায়।
আজো জান্নাতের খুশবু ছড়িয়ে আছে।।
তোমার পায়ের নূপুরধ্বনি '
পাখিদের গানে গানে শুনি ''
আজো সেই কণ্ঠ '
কানে বেজে ওঠে সংগীতের মত।।
তুমি এক ভালবাসার স্পর্শ '
তোমাকে খোজার কি আছে??
তুমি তো আমার মাঝে,
আছো স্বপ্নের ছায়া হয়ে।।
তোমার স্নিগ্ধতার সেই ঘ্রাণে '
আজো সুর বাজে প্রাণে '
সুর বাজে আমার হৃদয় স্পন্দনে ''
তোমার প্রথম স্পর্শ '
তোমার প্রথম চুম্বনের ছোয়া '
তোমার প্রথম আবেগের মধুরতা '''
সেটা আজো প্রবাহমান
স্বপ্নে আজো দেয় ধরা "
আজো তুমি স্পর্শে জেগে আছ।।
তুমি আমার প্রেমের পিপাসিত আবেগ।
মধুময় সুরের অন্যরকম সুখ।।
তুমি আমার প্রথম প্রেমের সুখ।।
যার স্পর্শে জেগে আছে এই বুক।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।