সব ভুল ভাবনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য
আজো কি তুমি ছন্দ নিয়ে ভাবো??
এখনো তুমি মাত্রা নিয়ে ভাবো "??
ভাবতেই যদি হয় কবি "
তবে মনের কথা ভাবো "
শুরু করেছ যাত্রা "
খোঁজ নাকো মাত্রা "
কবিতাটা ছন্দপতন হবে ''
রাখো মনের স্বাক্ষর ""
খোঁজতে যেয়োনা অক্ষর।
উল্লাসিত কর চিত্ত।
দেখিওনা আইন "
খুজিঁওনা মাত্রাবৃত্ত ''
পচেঁ গেলে ছন্দ ''
সেটা লাগবেনা মন্দ '''
এটা আমি ভাবছি ""
তুমিও অন্যকিছু ভাবছো ''
দুটো ভাবনা কি মিলবে কোনদিন???
তবে কেন এত খোঁজ '???
আগে নিজেকে বুঝ ''
আপনার মাঝেই পাবে তুমি "
নিয়মের যত আছে পাগলামি
খুজঁতে হবে না বইয়ে ''
খেতে হবে না পানিতে ভিজিয়ে ''।
নিয়ম সেতো নিজেই ধরা দিবে "
তোমার পায়ে লুটায়ে পড়িবে '
যেদিন নিজেকে চিনিতে পারিবে "
আপনার মাঝেই পাবে তুমি খোঁজে "
নিয়ম আর অনিয়মের পাঁচালি ''
আগে বুঝে নাও নিজেকে তুমি ''
শুনে যাও এই মূর্খের বুলি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।