ছন্দ ই কি কবিতা?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরণের কাব্য
ছন্দের পাষাণ হাতুরী '
লেগেছে তোমার মনে "
তাই তুমি ছুটে চলেছ "
নিয়মের জঙ্গলে আর বনে।
আমি তো ব্যাকরণ বুঝিনা '
বুঝিনা কবিতার ধারা "
ব্যাকরণে শুন্য পাওয়া ছাত্র আমি '
আমার কাছে ভাষাটা দামি "
মাতৃ ভাষাটাই আমি বুঝি "
আমার মা ব্যাকরণে ডিগ্রিধারী নন।
আমি তো ব্যাকরণে কাঁচা "
কবিতার ধারা আমার বড্ড কঠিন লাগে।
ব্যাকরণ মুখস্ত করা।
ছেড়ে দিয়েছি সেই কবে "
আজ আমি ভাষার জ্ঞানে মূর্খ '
ইংরেজী ব্যাকরণ "
কেন শিখব অকারণ '
এটাই তো ছিল আমার ভাষন '
জীবন আমার অংক প্রমানে ব্যাস্ত '
জাবেদা আর খতিয়ান '
পড়ি আমি সমাকলন, সমাধান "
প্রশ্ন আমার একটাই
আমি কি বই পড়ে সাইকেল শিখেছি?
তবে কেন লিখব কবিতা "
নিয়ম মুখস্ত করে।।
কবিতার নিয়ম আজো বুঝা হলনা '
দেখা হল না ধারা আছে কত '
চারদিকে ভাষা আছে ছড়িয়ে '
নিয়ম তো পাইনা হাতটা বাড়িয়ে ''
ভাষাটাই সবার কাছে মূল্যবান "
এত নিয়ম তিনিই পড়বেন '
যিনি হয়েছেন মহান।।
আমি নিয়মের গোলাম হতে পারিনি '
আমি তো আজো স্বাধীনতা খুজি '''
নিয়ম মানলে আজ এখানে কেন '
তবে তো সেনাবাহিনী তেই থাকতাম '''
সাইকেল চালাতে "সাতার শিখতে '
না লেগেছে বই '
না শিখেছি কঠিন নিয়ম।।
তবু আমি আজ হাটতে জানি "
জানি সাতার কাটতে '''
সব কিছু নিয়মের শিকলে বাধা নয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।