আমার স্বপ্নে দেখা কণ্যা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য
এটা শুরু হয়েছিল "
প্রথম দেখা প্রেমের সাথে।
সে এক ললনা ' এসেছিল '
আমার স্বপ্নে " প্রতি রাতে।
সে আমার সামনে বসেছিল '
আমি বিস্মিত ছিলাম "
কি দেখছি এই ভেবে।
আমি তার মুখের পানে তাকিয়েছিলাম।
বিস্মিত সে চাহনি আমার ''
একটি করুণাময় চাহনি ছিল সেটা "
সৌন্দর্যময় সেই দৃষ্টি '
সেখানে ঐশ্বরিকতার উপস্থিত ছিল '
একটা ভুতুড়ে ভাবনার মত '
ভুতুরে পরিবেশের উপস্থিতি '
আমি তার ঝর্ণাধারা মত চুল দেখেছি।
সেটা মেঘের মত ভাসমান ছিল।
আমি তখনো তাকে ভাবছিলাম '
স্বপ্ন ভঙ্গ হবার আগপর্যন্ত '
আমি আমার মনকে প্রশ্ন করি,
যদি সে আমার পাশে হতো।
একটা সুখের স্বপ্নের সাথে '
সে আমার চারদিকে ছিল '
এখনো কি থাকবে??
একটা সুন্দর সুর আমার চারদিকে "
একটা গভীর নিঃশ্বার আমার অন্তরে।
দ্রুত আমি এটা উপলব্দি করি
ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তা কে
এবং ভাবনাতে ভাবি
আমি তার স্বপ্নের মানুষ হতে চাই "
আমি তাকে ভালবাসতে চাই '
একটা ভালবাসার প্রতিজ্ঞার সাথে।।
শুধু মাত্র একটা গোলাপের পাপরির মতো
আমি তার ভালবাসা চাই '
চাই তার একটু স্পর্শ কাতর দৃষ্টি "
তার মনের গভীরতার দৃষ্টি
সে আমার কাছে আসুক "
সে বুকে মাথা রাখুক "
আর কাধে হাত রাখুক "
আমার হাত টেনে নিক তার কাধে।
আমার চোখে চোখ রাখুক অনেক্ষন।
তাকিয়ে থাকুক অনেক সময়।
আমি তার নিরবতার মাঝে।
যে ভালবাসা পেয়েছিলাম।।
একটা হাসির সাথে যা ছড়িয়েছিল
আমি তাকে কিছুক্ষণ দেখেছিলাম "
আমি একটা ইচ্ছা পোষন করলাম।
কঠিন সমাজ আর সামাজিকতা র বিরুদ্ধ
চুমু খেতে ইচ্ছা
এ সুযোগ আমি হাড়াতে চাইনি
শীঘ্রই আমাদের চোখ সংকোচিত হল "
এবং মিলিত হল চোখ "
তেমন ভালবাসা কখনো পাইনি আগে '
তার দৃষ্টি কিছু বলছিল "
কিছু চাইছিল ভালবাসার সাথে।
আমি শীতলতা অনুভব করছিলাম '
একটা জমাট বাধা বরফের মত।
এটা সম্পুর্ন ভালবাসার মত ছিল "
একটা ছোয়া,
যা আগে স্পর্শ করিনি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।