স্বপ্নময়ী নারী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরণের কাব্য
নারী তুমি স্বপ্নের মাঝেই সুন্দর।
আমার বাস্তবতায় তোমার স্থান নেই।
নারী তুমি স্বপ্নেই ললনা "
বাস্তবে ব্যাথা ভরা ছলনা "
তুমি স্বপ্নেই সুন্দর "
বাস্তবতাটা রুক্ষ " আর অমলিন ,
বাস্তবতাটা মিথ্যা "লোভের ছায়াপথ '
তুমি স্বপ্নেই স্বপ্নময়ী,
বাস্তবে তার কোন দেখা নেই।।
তুমি ছলনায় নারী "
বেদনাতে নারী "
তুমি ধোকার অপর নাম।
নারী তুমি তুমি সবার স্বপ্নে "
আছো সবার কল্পনাতে "
সবাই কি জানে কি আছে কল্পনাতে '?
আর কি বাস্তবতাটা তে "?
তুমি দিল্লিকা লাড্ডু '
খেলেও লোকে পস্তায় '
না খেলেও লোকে পস্তায় '
কেউ তাতেই আনন্দ খোঁজে "
কেউ নেশায় ডুবে "
কেউ স্বপ্নে ডুবে "
বাস্তবতায় কেউ দেখতে চায়না '
বাস্তবটাই ঝামেলাপূর্ণ " কুরুচিপূর্ণ '
বাস্তবতাটা সবার চোখে দেখা '
কিন্তু মানতে চায় না কেউ
স্বীকার করে না কেউ'
যারা করে "
তারা এ সমাজের বিদ্রোহী পাগল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।