কবিতা২
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরণের কাব্য

তোমার লেখা যদি কবিতা হয় "
আমার লেখা কেন নয়?
তোমার কথাকে যদি কবিতা বলি '
আমার কথা কেন নয়?
কবিতার কি নিয়ম আছে?
তুমিই পড়েছ শুধু "
কারন তোমার তা প্রয়োজন ছিল।
তুমি কবি হবে "তাই।
আমি কবি হতে চাইনি।
চেয়েছি প্রকৃতিকে জানতে।
চেয়েছি সৌন্দর্যরূপ দেখতে "
এই সুন্দর দেশের আর ভুবনের "
আমি কবি হতে চাইনা "
চাইনা বড় বড় বই লিখতে "
আমি আমার মাঝে বহমান "
আমি আমার বাস্তবতার আমি "
আমি কবি নই "
আমি ভবঘুরে পথিক "
আমি তোমার চলার ছন্দ "
আমি তোমার মনের ছায়া "
আমি এক ফালি রোদ '
আমি তোমার মনের সুখ "


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।