চাঁদটা দিবো না তোকে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরণের কাব্য
আমি তোর জন্য চাঁদটা এনে দিতে রাজি নই।
কারন চাঁদটা যদি নিয়ে আসি ""
তবে জ্যোৎস্না উপভোগ করব কি দিয়ে?
কি করে থোকার মা গল্প বলবে "
খোকারা কি করে স্বপ্ন দেখবে??
তাই চাঁদটা এনে দিতে পারব না।
তোর জন্য পারব না তারা এনে দিতে
তবে আকাশটাতে ফুল যে ফুটবে না।
যা প্রতিরাতে ফোটে "
এক ঝাক তাঁরার ফুল।
আমি তোর জন্য মরতে পারব না।
মরেই যদি যাই "
দেখব কি করে?
তোর ঐ সুন্দর মুখখানা।।
আমি পারব না ফুল ছিরে দিতে।
তবে বাগান যে খালি হয়ে যাবে।
ভ্রমর যে আর বসবে না ডালে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।