কষ্টের পাপ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমার বুকের স্পর্শ পেয়েছি।
বার বার স্পর্শকরেছি গভীর প্রেমের সাথে।
কি সে প্রলোভন ছিল।
কাম বেদনা ছিল সেই স্বপ্নে।
পুরা বুকের নষ্ট চিৎকার।
চারদিকে প্রেমিদের চিৎকার।
নষ্ট হওয়ার জ্বালা ।
পাপী হওয়ার নষ্ট কষ্ট।
অনেককাল পর আমি জ্বলসে যাওয়া বুক দেখেছি
দেখেছি ঠান্ডা হওয়া পুরা মাংসের দাগ
দেখেছি একটি ফুটন্ত হাসি '
বলতে শুনেছি তোমায় ভালবাসি
দেখেছি শীতের কোয়াশায় "
ঢেকে গেছে শালিকের পাখা।
তোমার চিবুকে একটা চুমু আঁকা।
দেখেছি রঙগুলি উড়ছে ডালে ডালে
দেখেছি তুমি নীল শাড়ি পড়ে।
ফুল গুলো তোমার কোলে।
তোমার নগ্ন পায়ে "
ঘাস ফুলেরা দিয়েছে ছুয়ে '
ফুটেছে তারা আল্পনা হয়ে।
চুমু দিচ্ছে কোয়াশারা তোমার পায়ে।
যেখানে স্বর্গসুধা পরেছে লুটায়ে
তোমার স্পর্শে জেগেছে বুক।
এখন সেই স্পর্শে আর জাগে অন্যকিছু।
কষ্টের পাপ জাগে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।