তুমি অনুভবে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সেই কবে তোমাকে দেখেছিলেম।
পুরোনো কেল্লার ফটকের পাশে,
আজও কি তুমি দাড়িয়ে?
সেভাবেই হাতটা বাড়িয়ে।
সেদিন আকাশ কাঁদছিল অজরে,
তুমি দাড়িয়ে ছিলে স্বপ্নের মাঝারে।
আজো পথের ধারে দেখতে পাই,
নীল ছাতা হাতে তুমি দাড়িয়ে।
সেভাবেই রয়েছ হাতটা বাড়িয়ে।
স্বপ্ন গুলো আজো তারা করে।
যখন সন্ধ্যায় আসি ঘরে ফিরে "
একাকি স্বপ্নের মাঝে "
আজো তুমি দেখা দাও চুপিসারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।