ভঙ্গ স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য

হে আমার নিদ্রাভঙ্গ কারী স্বপ্ন,
বার বার আর এসো না ফিরে,
বার বার তোমার এ জ্বালাতন,
অনেক দেখেছি মিথ্যা অভিনয় তোমার
বহু কাল থেকে আজ অবদি,
সেই রাজেশ্বরীর খোপা থেকে
যে স্নিগ্ধতা ঝড়েছিল,
তোমার সেই উন্মাদনার সাক্ষী তা
আজো তুমি প্রবাহমান,
বহু কাল যার সাক্ষী,
কান্নার, আর ভেজা ঘামে "
আজো যা মিশে আছে।
রক্তমাখা সেই হাতে,
আজো তোমার গন্ধ পায় মহাকাল।
সেই শিশুটির বুকে,
রমনির পাজরের গভীরে।
আজো তোমার কান্নার আওয়াজ শোনা যায়
তাই মিনতি করে বলছি "
তুমি আমায় ছেড়ে দাও।
আর এসো না "
শোনাতে সেই হাহাকার ভরা সুর।
দেখাতে এসো তোমার ইতিকথা।
তুমি যে রমনীর চোখে "
অশ্রু হয়ে গেঁথেছিলে "
গেঁথেছিলে তার আচলের কোনায় '
তার নিঃশ্বাস আজো সেই সাক্ষী '
বাতাস তাই বলে যায়।
তুমি বড় নিষ্ঠুর "
কত কাল আর জ্বালাবে?
এখন বাচার শক্তি দাও,
যদি পার জাগ্রত করে দাও
তবু কান্না হয়ে ঝড়ে যেও না।
তোমার ছোয়া যে পেয়েছিল "
সে আজ নেই,
দিয়ে গেছে বাস্তবতার আরেক তোমাকে,
যে যুদ্ধা জীবন দিয়েছে,
বীরের মত লড়তে লড়তে "
সে তোমাকে বেধেছিল বুকে।
সেই শাহস আজো জ্বেলে দাও
হে আমার মাতাল স্বপ্ন "
তোমাকে আজো খোজে পাই
মহাকালের শ্রোত ধারায়,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।