গোপন অভিসারে যাবে তরুণী?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি আমার সনে

অভিসারে যাবে তরুণী ?



তোমার একটু হাসি
ঝলক দিয়ে আমায় দিবে?



যাবে কি এই আমার জগতে?
অন্য রকম মিলনে।







তোমার সাথে যাবো?
নাকি তুমি মোর সাথে?




সেই মিলন হবে
পাহাড় গেরা দেশে।
যেই দেশে কোন ভ্রান্তি নেই।
নেই নিয়মের হাজার বাহানা।।




নেই কোন পাগল শাসক।
যার নেই কোন ধারা।
যেখানে বার বার পরিবর্তন হয় না বিধান
যেখানে আঈন নিয়ে খেলেনা মাস্তান।
যেখানে চাপাতির কুপ খাবে না
কোন মায়ের সন্তান




যেখানে সঠিক ভাবে কর দেয় সবাই।
ছল চাতুরী করে না কেউ।



যেখানে আছে কবি
আছে কবিদের আসর
সেখানে করবো বাসর


সেই কবির দেশে যাবো
যে কবি শুনিয়েছিল অমর কবিতা
অমর সুর ।
যে কবিতা শুনে
লাখো মানেষ যুদ্ধে গিয়েছিল।



এই দেশকে আজ
বড্ড অচেনা লাগে।
এটা তো সেই কবির সোনার দেশ নয়।


কবির দেশ এমন নয়।
কবি তো এমন স্বপ্ন দেখেন নি।


কবির স্বপ্নের দেশ ছিল সুন্দর আর স্বাধীন
সেখানে কবিতার কমতি ছিল না।
ছিল না কোন গোলক ধাঁধা।



চল অভিসারে যাই।
একটি গোপন অভিসারে।
মিলনের কোন বাধা নেই যেখানে।




একটি করুন প্রেমের পরিণতি নেই যেখানে
যুবকরা ভ্রান্ত পথে থাকে না
শোনে না হিংস্র কবিতা।

ছাত্ররা পিকেটার হয় না যে দেশে
হয় না কোন পথভ্রষ্ট জঙ্গি।
হয় না নারী কে পেটানো কোন সয়তান
মানবের বেশে সাজেনা যেখানে দানব।


চল অভিসারে চল
যাবে কি তরুণী?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।