আলোর পথের কাণ্ডারি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরণের কাব্য
পরাধীতার অন্ধকারে
ঢুবে ছিল যখন জাতি "
কেহ পারেনি জ্বালাতে '
স্বাধীনতার একটি বাতি।
তুমি সেদিন জ্বেলে ছিলে আলো।
করেছিলে বজ্রকন্ঠে ভাষন "
জাতিকে তুমি দেখিয়েছিলে পথ।
দিয়েছিলে স্বাধীনতার ভাসন
হে আলোর পথের কাণ্ডারি "
আলো জ্বালিয়েছিলে তুমি।
তোমায় পেয়ে ধন্য হয়েছে এ ভুমি।
তুমি জ্বেলেছ আশার আলো।
দেখিয়েছ স্বাধীনতা কাকে বলে।
তোমার জন্য বাংলাদেশ পেল
স্বাধীনতার পতাকা।
তুমিই পতাকা,
তুমিই বাংলাদেশ,
তুমি ছিলে না তাই একা "
তোমার সাথে ছিল পুরো বাঙলা "
ছিল বাঙলা মায়ের হাজার সন্তান
তাই তুমি মহান "
হে বাঙলার বাঘ
শেখ মুজিবুর রহমান। —
তুমি ছিলে আশা,
তুমি ছিলে বাঙ্গালীর ভরসা,
তুমি ছিলে তরুনের জ্বলসে ওঠা রক্ত,
জ্বলসে ওঠা বিদ্রোহী প্রাণ,
গর্জে ওঠা বিদ্রোহী প্রাণ,
কৃষকের রক্তে ভেজা ঘাম,
লাখো জনতার হৃদযন্ত্রের স্পন্ধন,
তুমি ছিলে,
মায়ের সাথে ছেলের রক্তের বন্ধন।
সে তোমার বাঙলা, মা।
লাখো শহীদের রক্তে ভেজা মাটি,
তুমি ছিলে সব ছিল,
তুমি নেই কিছু নেই,
তুমি ছিলে,
পৃথিবীর বুকে একটা মানচিত্র,
একটা সোনার বাঙলা ,
একটা প্রাণ যা ভালবাসাতে ভরপুর।
তুমি ছিলে ,
স্বাধীনতার ডাক দিলে,
মুক্তির ডাক দিলে,
দিয়েছিলে মানুষেরে অধিকার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।