স্বাধীনতা তুমি কোথায়?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরণের কাব্য

স্বাধীনতা কাকে বলে?
সেটা কি রক্তাক্ত তরুণীর লাশ ?
নাকি গাছের সাথে বাধা '
রক্তাক্ত মা হাড়া দরিদ্র শিশু ।
স্বাধীনতা দেখতে কেমন?
রক্তাক্ত বোনের পড়ে থাকা লাশের মত?
নাকি বখাটের চাপাতির আঘাতের মত?
স্বাধীনতা তুমি কোথায়?
কোথায় খুজবে শিশুটি ?
যে দুধ ভাত টা মাখাতে জানে না।
যে শিশুটি জুতার ফিতে বাধতে পারে না।
তবু মা তাকে কিনে কিনে দেয়।
আদর করে বেধে দেয় ফিতে।
সে কি করে খুজবে তোমায়?
তুমি কোথায় থাকো স্বাধীনতা???
নির্যাতিত বোনের রক্তে?
খাদিজা তনুদের ছেড়া টুকরা জামাতে?
রাস্তাতে যে ওড়না পড়েছিল তাতে?
স্বাধীনতা তোমার জন্য শহীদ হল লাখো বাঙ্গালী।
তবে তুমি কবে আসবে?
আর কত লাশ দেখতে হবে???
আর কত সুহাগী 'তনু 'রাজন চাই তোমার?
কত খুজেছে শিশুটি তোমায়।
ডাশবিনের ময়লাতে"'
তুমি আসোনি কেন????
আর কত বলি হবে বাঙ্গালী?
আর কত অসহায় প্রাণ জড়বে??
কোথায় পাবো তোমায়??
আর কত আড়ালে লুকাবে তুমি?
আর কত অত্যাচার সইবে বঙ্গভূমি?
আর কত লাশ দেখবো আমরা???
স্বাধীনতা তুমি কি?
স্বাধীনতা তুমি কেমন??
স্বাধীনতা তুমি কোথায়?
একটাই প্রশ্ন মানুষের মনে ।
প্রশ্ন ছুড়ে মানুষের মন।
শুধু মুখে বলে না ।
মুখে বলতে আছে কি মানা?
তাও নাই জানা।
স্বাধীনতা তুমি কার জন্য ?
স্বাধীনতা কাকে বলে??
বখাটের স্বেচ্ছাচারিতাকে??









২৬//অক্টোবর//২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।