ইট পাটকেল রাজনীতি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

ইট টাকে মারলেন ছুরে।
পাটকেলটা যে আসছে তেরে।
আপনারা তো লৌহ পোসাক পড়া।
জনগন ই যাচ্ছে মরে।


আজকে গেল আঙ্গুল তুলে ।
কালকেই তো সব যাবেন ভুলে।
তখন নিবেন কুলে তুলে ।
আজকে এসে দিলেন ফেলে।
সবাই হাজি নির্বাচন এলে ।


আজ যেটা জনতার অধিকার।
কালকে সেটাই নষ্ট করবে অধিকার।
গনতন্ত্রের জন্য হয় হুমকি।
একে অন্যকে দাও ধমকি।
এসব করে লাভ যে কি।
জনগন কোনদিন বুঝে কি?


আজকে যে ইট মারছ দেয়ালে
কালকে সেটাই ফিরে এলে ।
কি করবে বাপু যাও না বলে।
আমরাও শুনে রাখি ।


সরকার হলেই বাহাদুর ।
বিরোধি দল জুতা চোর।
আমি এখন হয়েছি রাজা।
সবাইকে ধরে দিব সাঁজা।


সবাই দেখি করছ ভুল।
জনগন ই দিচ্ছে মাসুল।
জীবন দেয় মায়ের ছেলে ।
এসব করে কি পেলে??
যাওনাগো বলে'
আমরাও শোনে রাখি


জনগনের হরতালে জনগন নেই।
রাজার বাঘে যেমন রাজাও নেই ।
বাঘ ও দেখিনি কোন কালে।
তোমরাই বল দেখেছি শুনেছি।
গণতন্ত্র নষ্ট হয় হরতালে।
তোমরাও করেছ কোন এক কালে।
সেটা ভুলে গেলে কি চলে?


আঙ্গুল তুলেছ।
আঙ্গুল ভেঙ্গেছ ।
হরতাল ডেকেছ জনতার নামে।
জনতাকে দেখিনি ডানে আর বামে।


তোমরাই ডানপন্থি ।
বামপন্থি হয়ে বামে তোমরাই থাকো।
উগ্রপন্থি তোমরাই সেজেছ।
জনগনকে কি সাজতে দেখেছ?


জনতা মরে।
জনতা লড়ে।
তোমরা শুধু বেচে আছ ভোগ করে
জনগনের সম্পদ দখল করে।


অবুঝ জনতা।
শান্তিপ্রিয় জনতা।
খেয়েগেল শুধু ইট পাটকেলের গুতা



অধিকার নিলে "
তোমরাই ভোগ করিলে।
জনগনের মাথার উপর তোমরাই নেতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।